Monday 30 October 2017

তৃপ্তির খোঁজ






।।ধ্রুবজ্যোতি মজুমদার।।





কখনও মনে হয়
তুই অনন্ত অসীম ব্যাপ্ত
অনু পরমাণু স্বরূপা
নিরন্তর প্রবাহিত ঐশী স্রোত।
রক্ত মাংসের অস্তিত্বের ঊর্ধ্বে -
অভিন্ন সত্ত্বা ।


আমার নিশ্বাস প্রশ্বাস চিন্তা চেতনায়
কোথায় নেই তুই?
অথচ প্রচণ্ড অভাব
অহর্নিশ খোঁজে চলি তোকে।
দৃশ্য অদৃশ্য সকল জগতে,
তোলপার ঝড়ে বিধ্বস্ত হয়
ভাবের আকাশ ।

রক্ত মাংসের শরীরে এমন কি আছে
সান্নিধ্যতার এ আকুতি সত্যিই দূর্বোধ্য
দূর্বোধ্য - তোর ক্ষণিক ভার্চুয়াল অনুপস্থিতিতে-
আমার নিয়ন্ত্রণহীনতা টুকুও।।


=========================>      Click Here---->            খবর