Tuesday 14 November 2017

দিনলিপি








দিনলিপি

বৃন্ত ছুঁয়ে থাকা কুসুম জানে
মাধ্যাকর্ষণের হিংস্রতা,
স্লোগানে টিকেনা তার অস্তিত্ত্বের স্থিতি।

দূর্যোগের সে রাতে
সব আবেগের সাথে তুমিও হারাও
শুধু টিকে থাকে বেঁচে থাকার আকুতি।।

ধর্মের ষাঁড় অবাধে ঘুড়ে এগলি সেগলি
গুতিয়ে মারে রোজ ধর্মকেই লক্ষবার লক্ষরকম,
নিজের রচনায় অবাক নিজেই প্রকৃতি।

আমিও কম অবাক হইনা
দূর থেকে চেয়ে দেখি হা-ভাতের মিছিল,
সার্টিফিকেটের আড়ালে ছাই-ভষ্ম শিখি।।

বিক্ষিপ্ত ঘটনাগুচ্ছ আমায় কেন্দ্র করে ঘুরে
প্রতিপাকে দূর্বল হয় কেন্দ্র,
খসে পড়ার আগে বাজে খাতায়; রোজনামচা লিখি।।

#ধ্রুব