Friday, 27 October 2017

স্খলিত সত্ত্বা






হিরোসিমা আজও হয়নি স্বাভাবিক
প্রজন্মের পর প্রজন্ম মাশুল দেয় সামান্য ভুলের,
ইলেক্ট্রন সংখ্যায় ব্যাপক পরিবর্তন নিয়ে-
বর্তমানের সামনে আসে অতীত।

বর্তমান গ্রহণ করে নিলেও-
প্রকৃতি বিরূদ্ধ ভাবে কি করে বদলায় কেউ?
কারো বারবণিতা সত্ত্বা?







 ------------------------------------------------------------------------------------------------------------------
you Can Like this too


 খবর সংগ্রহালয় : চাঁদে ৫০ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের হদিশ, হতে পারে ...: চাঁদের মাটিতে বিশাল এক সুড়ঙ্গের খোঁজ পেলেন জাপানের বিজ্ঞানীরা । ৫০ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গকে এক দিনের জন্য মানু...

Thursday, 26 October 2017

অণুগল্প

 ।।ধ্রুবজ্যোতি মজুমদার।।


রাজা
এক যে ছিলো রাজাআজকাল রাজা মনোহারি দোকানের দেনা শোধ করা নিয়ে ভীষণ চিন্তিতঅদ্ভুত সব আচরণ করেই চলছেএইতো শুনলাম সে নাকি আগামী সপ্তাহে ধর্ণায় বসছে; নামকরণ প্রক্রিয়াতে BPL তালিকার ভূমিকা সুনিশ্চিত করাটাই তার উদ্দেশ্যএরও আগে গত সপ্তাহে সে একখানা মামলা করে এসেছে তার স্বর্গত পিতা মাতার নামে- উঁনারা নাকি রহস্যজনক কারণে ওর রাজ্য টা দিয়ে যাননি! রাজার ছোটভাই গবুচন্দ্র এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনেতাবড় ভাইয়ের এরূপ আচরণে উনি খুব লজ্জিত অনুভব করেনকেউ কেউ বলছে যে কোনো এক মানসিক চিকিৎসালয়ের সাথে গবুচন্দ্রের কথা-বার্তা চলছে



লক্ষ্মী
পিছু থেকে সিটি বাজালে সেটার উত্তর কিভাবে দিতে হয় জানা ছিলোনা বলে যে মেয়েটির অষ্টম শ্রেণীতেই পড়াশুনা লাটে উঠেছিলো, কেউ কি তখন স্বপ্নেও ভাবতে পেরেছিলো যে এই লক্ষ্মীই একদিন এক নারীমাংস লোভীর ইঞ্চি আটেক হাড়হীন মাংস কেটে জেলে যাবে? হ্যাঁ ... তাহলে এবার থেকে অসুর বধে দেবতারও শাস্তি হওয়া উচিৎ


একটি প্রেমের গল্প
ওরা দুজন দুজনকে খুউউউউউব ভালোবাসতো। যদিও কেউ কাউকেই কোনোদিন বলেনি। কিন্তু দুজনেই ভালোভাবে জানত। একবিংশ শতাব্দীতেও পারিবারিক দায়িত্ববোধটা উভয় প্রান্তেই ছিলো অত্যন্ত সুদৃঢ়। কিয়ৎক্ষণ অনলাইন না থাকলে মনে হতো কয়েক যুগের অদর্শন যেনো। সেই ওরা একদিন নিজেদের মধ্যে পরামর্শ করে একে অন্যকে ব্লক করে দিলো। এত এত প্রেম মিলে না পারল ছেলেটির কপালের চন্দন ফোঁটা মুছতে, আর না পেরেছিলো মেয়েটার মাথা থেকে হিজাবটা নামাতে।

Wednesday, 25 October 2017

অস্তিত্ব সংকট

অস্তিত্ব সংকট




 


 

 ।।ধ্রুবজ্যোতি মজুমদার।। 


ফল্গুর চোরাস্রোত তোর প্রেম
আমি লুপ্তপ্রায় সভ্যতা।
বিশ্বায়নের ধোঁয়াশায় আমি আড়াল
তুই আরো প্রাচীন; ইতিহাসের ছেঁড়া পাতা।

কোনো এক মহাসড়ক অথবা ফ্লাইওভারের তলায়
নিরন্তর পিষ্ট হয় তোর হৃদপিণ্ড,
আমি চারপাশে গড়ি পাজরের জাল-
শ্বাস নেওয়ার চেষ্টায় চলছে লড়াই।

বেঁচে থাকার জন্যে নয় আদৌ
শুধু তোর হৃদপিণ্ডের তরে,
হয়তবা-
ইতিহাসের স্বার্থ রক্ষায়।।

Monday, 23 October 2017

পার্থিব














 



**************************
আসলে তোমার বলে কিছুই ছিলোনা
তুমিও জানো ভালো;
তাইতো অধিকারের এত এত লড়াই


আলোর সন্তান যে- চরাচরের অধিপতি
সে নির্লিপ্ত, নিরুদ্বেগ,শান্ত
তার নেই তিলমাত্র বড়াই