Friday, 15 December 2017

মুক্তি লগ্নে


কানা কানা পূর্ণ ভরন্ত সংসারে
এমনই এক পড়ন্ত বেলায়....
দেখিবে অস্তমিত সূর্য বহুতল ছাদে দাঁড়িয়ে
অথবা জানালার গ্রীল ফুঁড়ে নিঃসীমে ছুটবে দৃষ্টি ...


শহুরে প্রদূষণের কূহেলিকাময় আকাশে
স্পষ্ট ফুটে উঠবে এক পথ রেখা ,
অথবা এক ভুলে যাওয়া পরিচিত মুখ ...
কিছু উদ্দাম আবেগ
একগুচ্ছ হিজিবিজি সময়
অকারণ কথামালা
সব মিলে জমাট বাঁধা একখন্ড মেঘ ।

তুমি হবে মগ্ন সত্যি মিথ্যা যাচাইয়ে...
ধরা দেবে অনেক গোপন সত্য সেদিন ,
যা আজকের দিনে অধরা...
ফেলে আসা বর্জ্য নতুন মোড়কে
জানান দেবে তার প্রয়োজনীয়তা।
আশ্চর্য হয়ে দেখবে চেয়ে
মৃতের অভিসার...

কিছু জিনিস যে সত্যিই অমর
অবাধ বিচরণ এপার ওপার
হয়তো ছুটে আসবে অজস্র প্রশ্ন বাণ
বাতাসের গায়ে তীব্র দহন
তুমি ঠায় দাঁড়িয়ে হতবাক
চারপাশে প্রশ্নচিহ্নের আবর্ত।

সেই গোধূলির সূর্যের সাথে ঘুচে যাবে কিছু
স্বরচিত ভ্রম ,
পূর্ণতার মাঝের ফাঁকটুকু নিশ্চয় পড়বে ধরা
আত্ম গ্লানিতে চোখ ঝড়াবে মুক্তোর ঝড়
একটি অতৃপ্ত আত্মার সেই মুক্তি ক্ষণে
একমুঠো মুক্তো উপহার।

সাক্ষী থাকবে একা তুমি আর তোমার গ্লানির পাহাড় ॥