।।ধ্রুবজ্যোতি মজুমদার।।
ফল্গুর চোরাস্রোত তোর প্রেম
আমি লুপ্তপ্রায় সভ্যতা।
বিশ্বায়নের ধোঁয়াশায় আমি আড়াল
তুই আরো প্রাচীন; ইতিহাসের ছেঁড়া পাতা।
কোনো এক মহাসড়ক অথবা ফ্লাইওভারের তলায়
নিরন্তর পিষ্ট হয় তোর হৃদপিণ্ড,
আমি চারপাশে গড়ি পাজরের জাল-
শ্বাস নেওয়ার চেষ্টায় চলছে লড়াই।
বেঁচে থাকার জন্যে নয় আদৌ
শুধু তোর হৃদপিণ্ডের তরে,
হয়তবা-
ইতিহাসের স্বার্থ রক্ষায়।।