Thursday, 29 June 2017

জীবন থেকে দূর




।। ধ্রুবজ্যোতি মজুমদার।।

এইতো বেশ চলছে
ছুঁয়ে প্রান্তসীমা
রোদ বেয়ে নিরন্তর উঠানামা
মেঘের রাজ্যে ভাড়া ঘর।

কখনও কখনও বার্তা নিয়ে আসে
দূরপাল্লার কোনো চেনা পাখি, 
মৃদু সম্ভাষণ শেষে জানান দিয়ে যায়-
থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়।।