Sunday, 28 January 2018

রোজনামচা
























দিনান্তে হিসেবের খেই হারানো
নতুন কিছু নয়,
জ্যামিতিক আঁকে
প্যাঁচিয়ে উঠে ধাঁধা ।
রোজকার নিয়মে তবু
খাতা খুলে বসি,
শেষে মিনিটে টুকলি করাটা-
দিনলিপিতে বাঁধা ।।
দার্শনিকতায় রোজ বাগড়া দেয়
কমে আসা আলো ,
যান্ত্রিক চালে শেষ লাইনে -
মোটফলে তবু লিখি "ভালো"।।