----------------------
আজও নিয়মিত অভিসারী রাধা
কে বলে তা বহুযুগের পার!
পাশ ফিরে শুয়ে থাকে আয়ান
ইচ্ছাকৃত খোলা চোখের ঘুম।
কুঞ্জ কদাচিৎ সাজে-
চারদেয়ালের ভাড়াটে পান্থশালা,
কদমশাখা বিস্তারিছে বহুদূর
হাতে হাতে একটুকরো এণ্ড্রোয়েডে।
“কেষ্ট” এখন বহুবচন
নিরন্তর জানালায় উঁকি,
রাধার প্রাণে ঢেউ তোলে নিয়মিত
হাতের মুঠোয় সবুজ বাতির ঝিলিক।
এ যুগের আয়ান বুঝে সব
শবের সাথে নিয়ত দিনযাপন,
“কূল-মান” চিন্তা একালে শুধুই তাঁর
কালচক্রের অদ্ভূত বিবর্তন।।