391 × 280
সুখ
বৃত্ত ত্রিভুজ কত কি অনায়াসে হয় জীবন
সরল রেখা হয়না, হতে দেখা যায়না।
ঝুড়ি ঝুড়ি হরফ নিত্য গজায় এ জগতে
কিন্তু হায় সাহিত্যের দারিদ্রতা ঘুচেনা।।
মামা কাকা দাদা অগুণতি তবু
‘’সম্পর্কে’’ বীতস্পৃহ, বিষাক্ত ব্যাখা।
মঞ্চ দাপানো ‘যশ’ বাবু রাতে-
বিছানায় দেখে সত্যের আঁধার একা একা।।
ঝুলিতে হাজার ডিগ্রির ভার
কেজি কেজি মাস্টার্স আর ডক্টরেট সুখ!
আরও বাড়ে ভার তেমাথার মোড়ে যখন-
রিক্সাওয়ালারা ফেরে মুখ।
তবু সুখ খুঁজি যুক্তি দিয়ে রোজ
অনিশ্চিত কালকের সুখে ‘আজ’ প্রত্যহ খুন,
বন্ধ কপাটের বাইরে দীর্ঘ সুখের লাইন-
ভেতরে ল্যাবরেটরি, আর সুখের কৃত্রিম মিশ্রণ ।।