Saturday, 15 June 2019

প্রলাপ

 Image result for artistic image



----------------
নরকের দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ে
ইচ্ছেডানা পাখি ,
ভৌতিক সমস্ত আয়োজন শেষে
ক্লান্তি নামছে বিছানা গড়িয়ে ।


আহ্নিক গতির বালাই নেই বহুকাল
নৈমিত্তিকতা এসে ঠেকেছে দাহচুল্লির ধোঁয়াতে
ঊর্ধমূখী বাতাসে উড়ে শেকড়।।

নেহাত প্রলাপ এর গাঁথুনিতে গড়ে উঠছে স্মৃতিসৌধ
অহং এর নিবিড় মিতালী; জড়াজড়ি ঘুম
পাশ ফিরতেই শব্দেরা হারায় মানে।।