Saturday, 15 June 2019

প্রলাপ

 Image result for artistic image



----------------
নরকের দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ে
ইচ্ছেডানা পাখি ,
ভৌতিক সমস্ত আয়োজন শেষে
ক্লান্তি নামছে বিছানা গড়িয়ে ।


আহ্নিক গতির বালাই নেই বহুকাল
নৈমিত্তিকতা এসে ঠেকেছে দাহচুল্লির ধোঁয়াতে
ঊর্ধমূখী বাতাসে উড়ে শেকড়।।

নেহাত প্রলাপ এর গাঁথুনিতে গড়ে উঠছে স্মৃতিসৌধ
অহং এর নিবিড় মিতালী; জড়াজড়ি ঘুম
পাশ ফিরতেই শব্দেরা হারায় মানে।।

সুখ

 Image result for selfish pic
391 × 280



   



  





সুখ

বৃত্ত ত্রিভুজ কত কি অনায়াসে হয় জীবন
সরল রেখা হয়না, হতে দেখা যায়না।
ঝুড়ি ঝুড়ি হরফ নিত্য গজায় এ জগতে
কিন্তু হায় সাহিত্যের দারিদ্রতা ঘুচেনা।।

মামা কাকা দাদা অগুণতি তবু
‘’সম্পর্কে’’ বীতস্পৃহ, বিষাক্ত ব্যাখা।
মঞ্চ দাপানো ‘যশ’ বাবু রাতে-
বিছানায় দেখে সত্যের আঁধার একা একা।।

ঝুলিতে হাজার ডিগ্রির ভার
কেজি কেজি মাস্টার্স আর ডক্টরেট সুখ!
আরও বাড়ে ভার তেমাথার মোড়ে যখন-
রিক্সাওয়ালারা ফেরে মুখ।

তবু সুখ খুঁজি যুক্তি দিয়ে রোজ
অনিশ্চিত কালকের সুখে ‘আজ’ প্রত্যহ খুন,
বন্ধ কপাটের বাইরে দীর্ঘ সুখের লাইন-
ভেতরে ল্যাবরেটরি, আর সুখের কৃত্রিম মিশ্রণ ।।

Friday, 23 March 2018

ডিজি অভিসার

Girl with mobile sketch এর ছবির ফলাফল
----------------------
আজও নিয়মিত অভিসারী রাধা
কে বলে তা বহুযুগের পার!
পাশ ফিরে শুয়ে থাকে আয়ান
ইচ্ছাকৃত খোলা চোখের ঘুম।


কুঞ্জ কদাচিৎ সাজে-
চারদেয়ালের ভাড়াটে পান্থশালা,
কদমশাখা বিস্তারিছে বহুদূর
হাতে হাতে একটুকরো এণ্ড্রোয়েডে।

“কেষ্ট” এখন বহুবচন
নিরন্তর জানালায় উঁকি,
রাধার প্রাণে ঢেউ তোলে নিয়মিত
হাতের মুঠোয় সবুজ বাতির ঝিলিক।

এ যুগের আয়ান বুঝে সব
শবের সাথে নিয়ত দিনযাপন,
“কূল-মান” চিন্তা একালে শুধুই তাঁর
কালচক্রের অদ্ভূত বিবর্তন।।

Sunday, 28 January 2018

পাঠ






















আমি ততটাই শিখি
যতটা তোমরা আমায় শেখাও,
স্কুলে, কলেজে, পাঠ্যপুস্তকে
তোমাদের মতো করে ।
তোমরা স্বয়ম্ভূ সাজো
নিজ হাতে লেখো ইতিহাস,
তোমরা তোমাদের ইচ্ছের তুলিতে
আমার ক্যানভাসে আঁকো পট।
আমি প্রদর্শনী মাত্র
বয়ে চলি বর্জ্যের ভার।।


তোমরা বেশ্যাকে বেশ্যা বলতে শিখিয়েছ
শিখিয়েছ ভোগ করাটাই নিয়ম,
তোমরা কখনোই বলোনি সেই কথা -
সে যে আজন্ম বেশ্যা ছিলোনা !!
তোমরা আমাকে অর্থনীতি বুঝাও
আমি তোতাপাখি হই,
আমাকে দেখাওনি শূন্য হাঁড়ি
কঙ্কালসার কৃষকের অকাল শব।।
আমি ঋণী বাতাসের কাছে
তোমাদের কাছেও-
শবদেহের গন্ধ অভুক্তের চাপা আর্তনাদ
কিছুই গোপন করেনি বাতাস।

গোপন থাকেনি তোমাদের প্রাত্যহিকিও।।
ঠিক জেনে গেছি
শিখে গেছি সেইসব পাঠ,
যার জন্যে তোমরা হয়ত মার্কস দেবেনা।

তোমরা কি জানো
তোমাদের চলন বলন ঢের শিক্ষা দেয়,
যতটুকু সজ্ঞানে দিতে চাও
তার চেয়ে লক্ষ গুণ বেশি।
তাই বলেই হয়তো আজ-
আমি দলিত চিনি
চিনি দাঙ্গামৃতের লাশ,
মধ্যস্বত্ত্বভোগী দালাল
টোপ-বড়শীওয়ালা রাজনৈতিক সঙ।

এমন অজস্র ব্যাপার
সবটাই কিন্তু তোমরাই চিনিয়েছ
সম্পূর্ণ নিজ অজ্ঞাতে
ইচ্ছাবিরূদ্ধ ভাবে ।

আশ্চর্যে থেকোনা,
এবার যদি অসময়ে বর্ষা নামে
অথবা কুয়াশা ঢাকে রেটিনা।
খুলে দেখে নিতে পারো যেকোনো পুঁথি
যেকোনো দর্শন, বিজ্ঞান
সবখানেই এক কথা
যেমন কর্ম তেমন ফল
অথবা
একশন রিয়েকশন একই সুতোয় বুনা ।।

রাজকন্যা


বোবা যন্ত্রণা অদৃশ্য শূল,
ভুল ভুল আর ভুল।
অঞ্জলি খুলে দেখি নেই জল
মুঠোভরা মরিচিকা ধূল।


স্বপ্নে দেখা কুঁড়েঘর-
রাজকন্যা, সব মিছে,
সে প্রান্তরে আজ তটিনী
ছাপিয়েছে দু'কূল।।
 

একদার রাজকন্যা আজ রাণী
ওপারে কোনো এক রাজ্যে,
অথবা স্বেচ্ছা-বন্দিনী,
ক্ষমতার অলিন্দের ফুল।।